• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অক্টোবরে শ্রীলঙ্কা সফরে যাবে টাইগার যুবারা 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২১, ০২:৫৬ পিএম
অক্টোবরে শ্রীলঙ্কা সফরে যাবে টাইগার যুবারা 

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে অক্টোবরে শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এরই মধ্যে এই সফরের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

আগামী ৭ অক্টোবর শ্রীলঙ্কা পৌঁছাবে জুনিয়র টাইগাররা। সেখানে জৈব সুরক্ষা বলয় শেষ করে ওয়ানডে ম্যাচের জন্য মাঠে নামবে আইচ মোল্লার দল। তবে এ সফরের সূচি চূড়ান্ত করলেও কোন ভেন্যুতে খেলা হবে তা জানায়নি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে আগামী ১৫ অক্টোবর। এরপর বাকি ম্যাচগুলো হবে যথাক্রমে ১৮, ২০, ২৩ ও ২৫ অক্টোবর। 

আসন্ন এ সিরিজ সম্পর্কে শ্রীলঙ্কার হেড কোচ আভিশকা গুণাওয়ার্ধেনে বলেন, “আসন্ন সিরিজটি অনূর্ধ্ব-১৯ দলকে দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ করে দিবে। এই সিরিজ ২০২২ যুব বিশ্বকাপের জন্য দলের সমন্বয় খুঁজে পেয়ে সহায়তা করবে।”

যুব বিশ্বকাপকে সামনে রেখেই বিভিন্ন দলের বিপক্ষে সিরিজ খেলছে জুনিয়র টাইগাররা। সম্প্রতী ঘরের মাঠে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ৩-২ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। 

Link copied!